বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_img

কমলনগর আওয়ামী লীগ কার্যালয় চুরির অভিযোগ

মাহফুজুর রহমান, কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে রাতের আধাঁরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মালামাল চুরি ও লুটের অভিযোগ তোলে সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল আমিন রাজু।

তিনি জানান, গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি সরকারি গাড়ি ও মালবাহি পিকআপ নিয়ে উপজেলার হাজিরহাট বাজারে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থাকা চেয়ার, টেবিল, সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল নিয়ে যান। তিনি আরো অভিযোগ তোলেন রাতের আধাঁরে আওয়ামী লীগ কার্যালয় থেকে মালামাল লুট বা চুরির ঘটনা খুবই হতাশাজনক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন এর ইন্ধনে চুরি এবং লুটের ঘটনা ঘটেছে দাবি করে তিনি। বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেন সাধারণ সম্পাদক রাজু।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন জানান, এটা ছিলো উপজেলা যুব লীগের কার্যালয়। উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি অফিস ভাড়া নিয়ে নিজস্ব অর্থায়নে চেয়ার, টেবিল, সিলিং ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র নিয়ে অফিসের কার্যক্রম চালাতেন। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন হলে আমার অনুরোধে উক্ত অফিসে উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করি এবং অফিস ভাড়া প্রদান করি।
গত কয়েক মাসের ভাড়া দিতে না পারায় অফিস ছেড়ে দিয়ে মালামাল নিয়ে যান যুবলীগের আহবায়ক ও চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পি। যুবলীগের অফিস চুরি বা লুটের বিষয়টি মিথ্যা ও বানোয়াট।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পি জানান, যুবলীগের অফিস কারা চুরি বা লুট করবে, যুবলীগের অফিসে উপজেলা আ’লীগ দলীয় কার্যক্রম পরিচালনা করেন। উপজেলা আ’লীগের সভাপতি-সম্পাদক অফিস ভাড়া দিচ্ছে না। গত কয়েক মাস অফিস ভাড়া ও অন্যান্য খরচসহ প্রায় এক লক্ষ টাকা বকেয়া হয়েছে। দীর্ঘদিন থেকে তাদের অবগত করা হয়েছে অফিস ছেড়ে দিতে। উপজেলা আ’লীগের সভাপতি-সম্পাদকের সাথে যোগাযোগ করে অফিসের আসবাবপত্র নিয়ে এসেছি এবং অফিস ছেড়ে দিয়েছি।উপজেলা যুবলীগের অফিসের সব আসবাবপত্র কি আ’লীগ কিনেছে। আসবাবপত্র সহ যাবতীয় সরজ্ঞাম যুবলীগের পক্ষে আমি কিনেছি।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর