বিশেষ প্রতিবেদক: ঢাকা জেলার ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবার অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন। শিক্ষার্থীদের দাবীর সাথে একাত্ব ঘোষণা করেছেন বিদ্যালয়ের একাধিক শিক্ষক। বিক্ষোভকারী শিক্ষার্থীদের কন্ঠে ছিল— ‘দফা এক- দাবী এক, হেড ম্যাডামের পদত্যাগ’। এ সময় প্রধান শিক্ষকের অযোগ্যতা, অদক্ষ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন শিক্ষার্থীরা।
রবিবার (১৮ আগষ্ট) বেলা ১২টার দিকে পৌর শহরের ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ করতে দেখা যায়।
বিক্ষোভকারী শিক্ষার্থী ও একাধিক শিক্ষকের অভিযোগ, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা আওয়ামী সরকারের আমলে এমপির স্ত্রীকে দিয়ে অবৈধভাবে বলপ্রয়োগের মাধ্যমে নিয়োগ নিয়ে ক্ষমতা প্রয়োগ করে স্কুলে রয়েছেন। নিজের মেয়ের জামাতা সরকারের উচ্চ পর্যায়ের কর্তা থাকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায়নি।
শিক্ষার্থীরা আরো অভিযোগ তুলে বলেন, তিনি একক স্বেচ্ছাচারীতায় যখন খুশি স্কুল ছুটি দেন। শিক্ষার্থীদের কাছে থেকে নিয়ম বহিভূর্ত টাকা আদায় এবং শিক্ষকদের সাথেও অমানবিক আচরণ করতো। এ নিয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষিকা উম্মে হাবিবার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন।
পদত্যাগ না করা পর্যন্ত আরো বড় ধরনের আন্দোলন করবেন বলে ঘোষণা দেন বিক্ষোভে অবস্থান নেয়া শিক্ষার্থীরা। এমনকি যতদিন পর্যন্ত ওই দুর্নীতিবাজ শিক্ষক দ্বায়িত্ব থেকে সরে না যাবেন ততদিন শিক্ষার্থীদের আন্দোলন চলবেই।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য দেওয়ান ফজলুর রহমান গোপাল জানিয়েছেন, আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা। প্রধান শিক্ষিকা উম্মে হাবিবা কারো কথার তোয়াক্কা করেন না। তিনি একজন নন-এমপিওভুক্ত শিক্ষক। কি করে তিনি প্রধান শিক্ষকের দ্বায়িত্বে থাকেন বলে প্রশ্ন তুলেছেন এই প্রতিষ্ঠাতা সদস্য।
এ ব্যাপারের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কোন মন্তব্য করতে রাজি হয়নি।
প্রধান শিক্ষিকা উম্মে হাবিবা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।