বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

ঢাকায় ঝুম বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি জনজীবনের

জুয়েল আজ্জম, ঢাকা: আজ ভোর রাত থেকে টানা বৃষ্টি ঢাকায়। অতিবৃষ্টির কারণে রাজধানীর সড়কগুলোতে বেড়েছে জলাবদ্ধতা। নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, আসাদগেট, মিরপুর, শেওড়াপাড়া,কাজীপাড়া আরো অন্যন্যা জায়গায় অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে বেড়েছে পানি। কোথাও হাঁটু সমান পানি আবার কোথাও কোমড় সমান৷ 

 জলবদ্ধতার কারণে ভোগান্তিতে রাজধানীবাসী। 

জলবদ্ধতার কারণে বেড়েছে যানজট। যার কারণে অফিসগামী মানুষরা চরম ভোগান্তিতে। এইছাড়াও সাধারণ মানুষকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বৃষ্টি হলেই রিকশাভাড়া বেড়ে যায়। এটা রাজধানীবাসীর কাছে বৃষ্টির সময় একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। 

টানা দুই তিনঘণ্টা বৃষ্টির কারণে রাজধানীবাসীর ভোগান্তি শুরু হয়ে যায়। এই নিয়ে রয়েছে সাধারণ থেকে শুরু করে সকল মানুষের নানা অভিযোগ। 

জিগাতলাবাসী মোহসীন (২৮) বলেন, টানা দুই ঘন্টা বৃষ্টি হলেই অলিগলি পানিতে ভরে যায়। পানি যেন নামার কোন নাম নেই। 

তিনি আরো বলেন,ড্রেনগুলো দিয়ে ভালোভাবে নামছেনা পানি। যার কারণে হয়তো টানা বৃষ্টি হলেই পানি জমে যায়। আর তাছাড়া ড্রেন দিয়ে পানি না নামার কারণ হলো ড্রেনে বিভিন্ন ময়লা ফেলা। কিংবা যে সকল ড্রেনের উপরে ঢাকনা উঠানো সেখানে সাধারণ মানুষ বিভিন্ন ময়লা ফেলে থাকে৷ এই নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত। 

যানজট নিয়ে অফিসগামী একজন বলেন, যানজট আমাদের জন্য প্রতিদিনের রুটিনের মতো। তবে বৃষ্টির সময় যানজট বেশি থাকে তার কারণ হলো রাস্তায় পানি জমে যাওয়া।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর