Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

প্রেমিকার টানে দক্ষিণ কোরিয়া থেকে সাভারে এলেন তরুণ, হলেন মুসলিম

প্রেমিকার টানে দক্ষিণ কোরিয়া থেকে সাভারে এলেন তরুণ, হলেন মুসলিম

সংগৃহীত ছবি

বিশেষ প্রতিবেদক: হাজার মাইলের সীমানা পেরিয়ে অনলাইনের মাধ্যমে প্রেম-পরিণয় ঘটছে অহরহই। প্রায়ই শোনা যাচ্ছে, ভিনদেশি তরুণ, ভিনদেশি তরুণী প্রেমের টানে ছুটে আসছে বাংলাদেশে। এমনই এক ঘটনা এবার ঢাকা জেলার সাভারে ঘটেছে।

প্রায় চার মাস আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের তরুণ জে. মিঙ্গির সঙ্গে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার মো. রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় প্রেম।

১৯ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পড়ুয়া তরুণীর প্রেমে মজে বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ান এক তরুণ। এ মাসের শুরুর দিকে বিয়ের পর আজ হলো তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনা।

গত (১ নভেম্বর) প্রেমের টানে সাভারে চলে আসেন জে. মিঙ্গি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। যুগলের জন্য জানান শুভকামনা।

বিদেশি তরুণের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দিত বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। ভাঙা বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ।

আব্দুল্লাহ আল নাঈম/এমএ

Exit mobile version