Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

সাভারে পদচারী সেতুতে বিদ্যুতায়ন হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সাভারে পদচারী সেতুতে বিদ্যুতায়ন হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সাভার প্রতিনিধি: সকালবেলা কলেজে যাওয়ার পথে পদচারী সেতুর (ফুটওভারব্রিজ) সঙ্গে থাকা তারে বিদ্যুতায়ন হয়ে তারেকুজ্জামান (১৭) নামের ঢাকার সাভারের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের সামনে ফুটওভারব্রিজের নিচে ঘটনাটি ঘটে। নিহত তারেকুজ্জামান সাভার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের বন্ধুরা জানায়, তারেকুজ্জামান ক্লাস শেষে ফুটওভারব্রিজ দিয়ে পার হচ্ছিল। এসময় বিদ্যুৎ লাইনের একটি ছেঁড়া তার তারেকুজ্জামানের শরীরে স্পর্শ করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, দুপুরে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুটওভার ব্রিজে ভাসমান দোকানিদের রাখা ছেঁড়া তারে বিদ্যুতায়ন হয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আব্দুল্লাহ আল নাঈম/এমএ

Exit mobile version