মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
spot_img

রাজধানীর কদমতলী শ্যামপুরে শ্বশুরবাড়ির লোকজনের দেওয়া আগুনে গৃহবধূর আসবাবপত্র পুড়ে ছাই

হাসান আহমেদ, নিজস্ব প্রতিবেদক: শুক্রবার দুপরে কদমতলী থানার শ্যামপুর পালপাড়া এলাকার মৃত সিরাজ দেওয়ানের বাড়ীতে এ ঘটনা ঘটে।

এঘটনায় গৃহবধূ মিতু আহমেদ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কদমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও গৃহবধূর বরাত থেকে জানা যায়, শ্যামপুর পালপাড়া এলাকার মৃত সিরাজ দেওয়ানের পুত্রবধূ ঐ গৃহবধূ। শুক্রবার দুপরে গৃহবধূর শ্বশুরবাড়ি লোকজন পূর্ব পরিকল্পিতভাবে ঘরে আগুন দিয়ে মৃত সিরাজ দেওয়ানের মেয়ে ও বাদীর ননাশ পলি বেগমকে ফোন দিয়ে ফ্ল্যাটে আগুন লেগেছে বলে জনায়। খবর শুনেই বাদী তার পিতার বাড়ী থেকে ছুটে যায় শশুর বাড়ীতে।

শশুর বাড়ী এসে দেখে তার ঘরে যা ছিল সমস্ত কিছুই পুরে গেছে। পরবর্তীতে গৃহবধূ তার ঘরেই কিভাবে আগুন লাগল জানতে চাইলে তার শাশুড়ী বিবাদী দেলোয়ারা বেগম ভাশুর তাইজুদ্দিনএ আহাম্মেদ, দেবর সালাউদ্দিন আহাম্মেদ দিপু ও তার স্বামী- সাইজুদ্দিন আহাম্মেদ শিপু তার সাথে তর্ক বিতর্ক করে একপর্যায়ে গৃহবধূ কে তার দেবর ও ভাশুর এলোপাতাড়ি কিল ঘুষি মেরে বাড়ী থেকে বের করে দেয়, কয়েক বছর থেকে পুত্রবধূকে অন্যায় ভাবে অত্যাচার এবং গায়ে হাত দিয়ে আসতেছে সহ্য না করতে পেরে নিরুপায় হয়ে বাবার বাড়িতে থাকার জন্য আশ্রয় গৃহবধূ, এসময় ওই গৃহবধুর মা ও বাবা প্রতিবাদ করলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বাসার থেকে ধাক্কা দিয়ে বের করে গেট লাগিয়ে দেয়।’এসময় বাদীর ঘরে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ও স্বর্ণালংকার বিবাদীরা নিয়া যায়।

এসময় তার ঘরে থাকা প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

এই ঘটনায় অফিসার ইনচার্জ মো. আবুল কালাম জানান,আগুন ও মারধরের ঘটনায় ওই গৃহবধুর অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর