Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বিল বকেয়া থাকায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার: এক বছরের বিদ্যুৎ বিল ১২ লাখ টাকা বকেয়া থাকায় সোমবার দুপুরের দিকে কিশোরগঞ্জ রেল স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পিডিবি। এতে করে ব্যাহত হচ্ছে রেল সেবা।

আজ সন্ধ্যার পর কিশোরগঞ্জ রেল স্টেশনসহ রেলওয়ে স্টাফ কোয়ার্টার অন্ধকারাচ্ছন্ন দেখা গেছে।

কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বলেন, ‘আজ দুপুরের পর হঠাৎ পিডিবির লোকজন এসে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে চলে গেছে। এতে করে যাত্রীদের সেবা দিতে কষ্ট হচ্ছে। আপাতত হাতে লিখে টিকিট দেওয়া হচ্ছে যাত্রীদের। সন্ধ্যা থেকে রেল স্টেশনসহ স্টাফদের কোয়ার্টার অন্ধকার হয়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, ‘এক বছরের বিদ্যুৎ বিল ১২ লাখ টাকা বকেয়া পড়েছে স্টেশনের। এ বিষয়ে বার বার নোটিশ করা হলেও বকেয়া পরিশোধ করা হয়নি। আইন অনুযায়ী আজ আমরা সংযোগ বিচ্ছিন্ন করেছি। বকেয়া পরিশোধ করলে সংযোগ দেওয়া হবে।’

/এমএ

Exit mobile version