Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ইজতেমা ময়দানের সংঘর্ষে কিশোরগঞ্জের আমিনুল নিহত

ইজতেমা ময়দানের সংঘর্ষে কিশোরগঞ্জের আমিনুল নিহত

স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় আমিনুল ইসলাম বাচ্চু নিহত হয়েছেন।

নিহত আমিনুল জুবায়ের পন্থী সাথী, তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্ধু ইউনিয়নে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের ছাউনিতে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই মুসল্লি নিহত এবং বেশ কয়েক মুসল্লি আহত হয়েছেন। 

মাওলানা জুবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিশ্ব ইজতেমার আগে আগামী ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোড় ইজতেমা করার জন্য সাদ অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিল। আর সাদ পন্থীরা যেন ইজমেতা ময়দানে প্রবেশ করতে না পারে সেজন্য আগে থেকেই ইজতেমা ময়দানে অবস্থান করছিল জুবায়ের পন্থী মুসল্লিরা। আর ইজতেমা ময়দানের পশ্চিমে নদীর পশ্চিম পাড়ে অবস্থান করছিল সাদ অনুসারী মুসল্লিরা।

গতকাল বুধবার রাত তিনটার পর মাওলানা সাদ অনুসারীরা শতশত মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের গেট দিয়ে ময়দানে প্রবেশ করে। এসময় ইজতেমা ময়দানের ফটকে পাহারায় থাকা জুবায়ের অনুসারীরা  তাদের মারধর করে ফটক খুলে ময়দানে প্রবেশ করে সাদপন্থী মুসল্লিরা। এ সময় ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জুবায়েরপন্থী মুসল্লিদের হামলা চালায় মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু মুসল্লি আহত হয়। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লা মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

/এমএ

Exit mobile version