কিশোরগঞ্জে পালিত হলো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ গুরুদয়াল কলেজ মাঠের পাশে নরসুন্দা লেকসিটিতে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় নেতারা আনন্দ ভাগাভাগি শেষে দেশের বিভিন্ন সংকট ও ক্যাম্পাসে সন্ত্রাসবাদ নির্মূল এর বিষয়ে আলোচনা করেন।
জেলা ছাত্র অধিকার পরিষদের নেতা মারুফ এবং ইমন জানান, সকল অন্যায় এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ ছাত্র অধিকার পরিষদ সোচ্চার থাকবে। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে নিজেরা ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে যে কোন সংকটে রাজপথে থাকবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হন তারা।
তাছাড়া কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ন আহ্বায়ক অভি চৌধুরী, কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের নেতা আজহারুল,শফিকুল, ইমরান, তানভীর, ছোটন সহ আরও অনেকেই এসময় উপস্থিত ছিলেন।