Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে এক শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মাহামুদুল হাসান নয়ন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে এক শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার(৭ এপ্রিল) বিকেলে উপজেলার নগরপাড়া, খামারপাড়া, বড়ালু, পাড়াগাঁও গ্রাম সহ বিভিন্ন এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, পোলাও চাউল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ ও গুড়া দুধের প্যাকেট।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক শহিদুল্লাহ গাজী, মনির হোসেন, নাজমুল হাসান, সংগঠনের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শাকিল আহম্মেদ,সহ সভাপতি কামরুল হাসান, সাবেক সভাপতি মাহাবুবুর রহমান আশিক, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ফেরদৌস, সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version