Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না নারায়ণগঞ্জের যেসব এলাকায়

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল রবিবার নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামী ২১ এপ্রিল রোজ রবিবার সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা নারায়ণগঞ্জের নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড, মদনপুর হতে লাঙ্গলবন্দ ব্রিজ, বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ’

এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

Exit mobile version