Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নারায়ণগঞ্জে ড্রেনের গ্যাস লিকেজ থেকে সড়কে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে সড়কের ড্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে নগরীর গুলশান সিনেমাহলের পিছনের গলিতে (উত্তর-পূর্ব দিকে) ড্রেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক ফখর উদ্দিন গণমাধ্যমকে বলেন, গুলশান সিনেমাহলের পিছনের সড়কে ড্রেনে আগুন লাগে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের পাইপ থেকে গ্যাস লিকেজের কারণে এ আগুন লাগে। বিষয়টি আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানিয়েছি।

হাসান আহমেদ প্রান্ত/এমএ

Exit mobile version