Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কোটা সংস্কার আন্দোলনকারীদেরউপর হামলার প্রতিবাদেনারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোটা সংস্কার আন্দোলনকারীদেরউপর হামলার প্রতিবাদেনারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি: জনতার বার্তা

নারায়গঞ্জ প্রতিনিধি: বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশের নানা স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১৬ জুলাই) নগরীর চাষাঢ়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শতাধিক মঙ্গলবার (১৬ জুলাই) নগরীর চাষাঢ়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শতাধিক
শিক্ষার্থী। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে চাষাঢ়া চত্বর ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।

মিছিল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুনে কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়। এসময় শিক্ষার্থীরা নানা শ্লোগানে হামলাকারীদের হুশিয়ার করেন। কোন বাধাই আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারবেনা বলে তারা জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, আইন কলেজ, মহিলা কলেজ, কদম রসূল কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

হাসান আহমেদ প্রান্ত/এস আই আর

Exit mobile version