Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নারায়ণগঞ্জে প্রেমিক কে ৭ টুকরো করে হ’ত্যা, অবৈধ প্রেমিকা গ্রেফতার

নারায়ণগঞ্জে প্রেমিক কে ৭ টুকরো করে হ'ত্যা, অবৈধ প্রেমিকা গ্রেফতার

অবৈধ প্রেমিক রুনা পুলিশের হাতে আটক। ছবি: হাসান আহমেদ, জনতার বার্তা

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক, শিল্পপতি জসিম উদ্দিন মাসুমকে হত্যা করে মরদেহ সাত টুকরো করে গুমের চেষ্টায় রুমা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার সেই নারীর সাথে মাসুমের অবৈধ সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

১৪ নভেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পুলিশ সুপার বলেন, গতকাল শিল্পপতি জসীমউদ্দিন মাসুমের ক্ষতবিক্ষত সাত টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের পুলিশ তাৎক্ষণিক এর তদন্ত শুরু করে। গুলশান থানার একটি জিডির সূত্র ধরে আমরা এই ডিসিস্টের পরিচয় জানতে পারি। তার সাথে রুমা নামের একটি মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে বলে প্রথমিকভাবে জানা গিয়েছে। তিনি হত্যা করে মরদেহটি টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন।

তিনি বলেন, আমরা মরদেহের টুকরো ও এই কাজে ব্যাবহৃত চাপাতি এবং জামার টুকরো উদ্ধার করেছি।

এর আগে গত বুধবার দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে মাসুমের মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনটি পলিথিন ব্যাগে একজনের পুরো শরীরের অন্তত সাতটি অংশ পাওয়া গেছে।

/এমএ

Exit mobile version