Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রীর কথিত ব্যক্তিগত সহকারী পিএস কক্সবাজারে নারীসহ আটক

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রীর কথিত ব্যক্তিগত সহকারী পিএস কক্সবাজারে নারীসহ আটক

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কথিত ব্যক্তিগত সহকারী (পিএস) ফিরোজ ভূঁইয়া (৫০) কক্সবাজারে এক নারীসহ গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কক্সবাজারের হোটেল কক্স টুডের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল হাসান।

ওসি বলেন, ‘ফিরোজ ভূঁইয়ার বিরুদ্ধে হত্যা ও হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার সাথে ওই কক্ষে থাকা নারীকে পুলিশি হেফাজতে রেখে তার অভিভাবককে খবর দেওয়া হয়েছে। পরে তার অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে।’

এদিকে, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ফিরোজ ভুঁইয়ার বিরুদ্ধে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নব কিশোলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যা ও তারাব পৌরসভা যুবদলের সভাপতি আফজাল কবিরের বাড়িতে হামলাসহ কয়েকটি মামলা রয়েছে।

গ্রেপ্তার ফিরোজ ভূঁইয়া রূপগঞ্জের তারাব পৌরসভার রূপসী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয়দের কাছে সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীরের ব্যক্তিগত সহকারী পরিচয় দিতে বেড়াতেন।

/এমএ

Exit mobile version