Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো উন্মোচন হয়নি-মাওলানা দ্বিন ইসলাম

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো উন্মোচন হয়নি-মাওলানা দ্বিন ইসলাম

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: ১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন এখনো হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দ্বিন ইসলাম। তিনি বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, পাকিস্তানি বাহিনী যখন পরাজয়ের দ্বারপ্রান্তে এবং ভারতীয় মিত্রবাহিনী ঢাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে, তখন কিভাবে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা গুম এবং হত্যার শিকার হলেন, সেটি এখনো স্পষ্ট নয়।”

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে মাওলানা দ্বিন ইসলাম এ কথা বলেন। তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৩ বছরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করা দলগুলো এ ঘটনার সঠিক তদন্তে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বরং এই ঘটনাকে বারবার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।”

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার, ছাত্র প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাদের অবদানের কথা তুলে ধরেন এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত তদন্তের দাবি জানান।

/এমএ

Exit mobile version