Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে-মাওলানা দ্বিন ইসলাম

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বিন ইসলাম ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের গৌরবময় অধ্যায়। এই দিনে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করেছি। এ মহান অর্জন জাতির দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং তিতিক্ষার ফসল। স্বাধীনতার এই ইতিহাস আমাদেরকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে অবিচল থাকার অনুপ্রেরণা দেয়।”

তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলামের নীতিমালা অনুসরণ করে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করতে হবে।”

মাওলানা দ্বিন ইসলাম বিজয়ের এই মহান দিনে দেশের সকল নাগরিকের মধ্যে ঐক্য, সংহতি এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

পরিশেষে, তিনি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Exit mobile version