Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: যুবলীগ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: যুবলীগ কর্মী গ্রেপ্তার

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগে মো. স্বপন (৩৭) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বার্মাশিল্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. স্বপন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী। উল্লেখ্য, মতিউর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম বলেন, “স্বপন বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”

১৯ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন ফতুল্লার রঘুনাথপুরের বাসিন্দা আরিফ মিয়া। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি আদালতে মামলা করার আবেদন করেন। আদালতের নির্দেশে গত শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ১৪৫ জন এজাহারনামীয় এবং ৪০০-৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা রেকর্ড করা হয়।

মামলায় প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকেও আসামি করা হয়েছে।

গ্রেপ্তার স্বপন এ মামলার ৭১ নম্বর আসামি। পুলিশ জানিয়েছে, তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

/এমএ

Exit mobile version