Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রূপগঞ্জ পূর্বাচল উপশহর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

রূপগঞ্জ পূর্বাচল উপশহর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি লেক থেকে ভাসমান অবস্থায়, অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল দশটার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী৷

এর আগে সকাল আটটার দিকে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় লেকটিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন৷ পরে তারা পুলিশকে খবর দেন৷

নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৭ বছর এবং লেকের পাশে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধারের কথা জানান ওসি৷

ওসি জানান “প্রাথমিকভাবে নিহতের গলা ও মুখমন্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ মরদেহের অবস্থা দেখে গতরাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ 

দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠনোর কথা জানান এ পুলিশ কর্মকর্তা৷

তবে, বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিহত কিশোরীর পরিচয় জানা যায়নি৷

/এমএ

Exit mobile version