Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রূপগঞ্জে বিপুল পরিমান গাজা ও ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

রূপগঞ্জে বিপুল পরিমান গাজা ও ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ কেজি গাজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ নাজমা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত রাত ১ টার দিকে লাভরাপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় নাঈম মিয়ার বসতঘরে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাজা ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় গ্রেপ্তার করা হয় নাঈমের স্ত্রী নাজমা বেগমকে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ফাহিম/এমএ

Exit mobile version