Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রূপগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন

রূপগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন

ফাহিম বাদশা, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নে ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আধা ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনেন। আজ (রবিবার) বিকালে ৪ টার দিকে রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আল মাসুদ জানান, বিকাল সোয়া ৪ টারদিকে র গোয়ালপাড়া এলাকায় মিলনে বাড়ীতে গোলাম কিবরিয়া মালিকানাধীন এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে হঠাৎ গোডাউনে আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যে গোডাউনে মজুদ থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূ্র্বাচল ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

ইতোমধ্যে গোডাউনে মজুদ থাকার বিপুল পরিমাণ গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে বিপুল পরিমান ক্ষতিসাধন হয়েছে কারখানার ম্যাসেন্জার জহিরুল ইসলাম দাবী করেন। তবে কোন হতা হতে ঘটনা ঘটেনি। আগুনে সুত্রপাত কিভাবে হয়েছে প্রাথমিকভাবে জানায়নি বলে ফায়ার সার্ভিস আরো জানান।

জানাগেছে, গত ৪ বছর ধরে টঙ্গী এলাকার গোলাম কিবরিয়া গোয়ালপাড়া এলাকা মিলন মিয়া বাড়ীতে ঘর ভাড়া নিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে সেথান থেকে আশে পাশের এলাকায় গ্যাস সরবরাহ করে আসছিলেন।

/এমএ

Exit mobile version