বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
spot_img

নারায়ণগঞ্জে স্বর্ণের দোকান থেকে টাকা লুটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মো: হাসান আহমেদ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে একটি স্বর্ণের দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ক’জন সদস্যের বিরুদ্ধে। রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩ টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল বাজারে জামাল জুয়েলার্স-২ এ ঘটনাটি ঘটে।

দোকান মালিক ও দোকানে থাকা তিনজন কর্মচারী ও মার্কেটে কর্মরত নৈশ প্রহরীর অভিযোগ, পুলিশ ও তাদের সোর্স দোকানে ঢুকে তল্লাশী চালায়। গাড়ি ভাড়া বাবদ ১ হাজার টাকা দেয়ার পরও ক্যাশ বাক্সে থাকা নগদ ৪৪ হাজার টাকা লুট করে নেয় তারা।

তবে পুলিশ বলছে তাদের সাথে থাকা সাদা পোশাকে লোকটি পুলিশের সোর্স নয়। তিনি পুলিশ বহনকৃত সিএনজির চালক মজনু। পুলিশ কোনো টাকা নেয়নি, ওই সিএনজি ড্রাইভার টাকা নিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে আটক করা হয়েছে।

এদিকে এ সংবাদ ছড়িয়ে পড়লে ও ভুক্তভোগীরা থানায় আছে জানতে পেরে গণমাধ্যম কর্মীরা থানায় ছুটে গেলে তাদের থানা ভবনের দোতলায় ডেকে নিয়ে যায়, রাতে ঘটনাস্থলে উপস্থিত থাকা সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ুন-৩।

সেখানে ঘটনাটি ধামাচাপা দিতে সাংবাদিকদের ম্যানেজ করতে চাইলে তারা রাজি না হওয়ায় সিদ্ধিরগঞ্জ থানার এএসআই শংকর সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, স্বর্ণকারের দোকানে কর্মচারীদের পক্ষে আসছেন, দালালি করছেন দেখি কি করবেন। পরে তারা থানায় আগত স্বর্ণের দোকানের মালিক ও কর্মচারীদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে নিষেধ করেন।

জামাল জুয়েলার্স-২ এর তিন কর্মচারি সাগর, পারভেজ ও জাহিদ জানান, তারা ওই দোকানে থাকেন এবং রাতে কাজ করেন। কাজ শেষে সেখানেই ঘুমান। ভোর রাত সাড়ে তিনটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তারা দোকান খুলে বাহিরে যায়। এ সময় পুলিশের টহলরত একটি সিএনজি দোকানের পাশে দাড়ায়।

পরে পুলিশের পোশাক পরা দুইজন ও সাদা পোশাকে একজন দোকানে ঢুকে তাদের বলে পুলিশ দেখে দৌড় দিল এটা কে? তারা বলে এখানে অন্যকোনো লোক ছিলনা, আমরা দোকানের কর্মচারি আমরাই আছি। কেউ দৌড় দেয়নি। এরপর পুলিশ ও তাদের সোর্স বিভিন্ন হুমকি ধামকি ও গ্রেপ্তারের ভয় দেখায় কর্মচারীদের।

তারা বলে আমরা কাজ করতেছি এবং কাজের নমুনাও পুলিশকে দেখাই। এরপরও পুলিশ দুই কর্মচারীর হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নেয় এবং টাকা দাবি করে। পরে তারা গাড়ি ভাড়ার জন্য ক্যাশ বাক্সে থাকা ৪৫ হাজার টাকার একটি বান্ডিল থেকে এক হাজার টাকা দেয়।ভতারা এই টাকায় সন্তুষ্ট না হওয়ায় পুলিশের সামনেই ওই সোর্স সিএনজি চালক ক্যাশ বাক্স থেকে পুরো টাকাটাই নিয়ে নেয় এবং যাওয়ার সময় একটি বিকাশ নাম্বার দিয়ে বলে কালকে এই বিকাশে আরও ৫ হাজার টাকা দিবি না হলে তুলে নিয়ে যাবো। পরে হ্যান্ডকাপ খুলে দিয়ে তারা চলে যায়।

মার্কেটে কর্মরত নৈশ প্রহরী মুজিবুর জানান, দোকানের সামনে পুলিশ দেখে আমি এগিয়ে আসি। দেখি তারা দোকানে হস্তনস্ত করতেছে। জিনিষ পত্র তছনছ করে ফেলছে। আমি পুলিশকে বলি স্যার ওরা তো দোকানের কর্মচারী, এখানে থেকেই কাজ করে। পুলিশ বলে ওরা নেশা করে আমি বলি নেশা করেনা। এ সময় সিএনজির ভিতরে আরেকজন পুলিশ বসা ছিলো।

একজন পুলিশ দোকানের গেইটে আরেকজন ওই সিএনজির ড্রাইভারসহ ভিতরে। তারা দুইজনকে হ্যান্ডকাপ লাগিয়ে রাখে আরেকজনের কলার ধরে থাকে। পরে ১০ হাজার টাকা চাইলে আমি বলি স্যার ওরা গরিব মানুষ এতটাকা দিতে পারব না। খরচের জন্য ৫০০ টাকা নিয়ে যান। এ সময় ড্রাইভার কাউন্টারের ভিতরে গিয়ে দাড়ায়, পুলিশ সামনে দাড়িয়ে থাকে।

একপর্যায়ে সিএনজিতে থাকা স্যার বলেন ওই তাদের হ্যান্ডকাপ খুলে দাও। এসময় ভিতরে থাকা স্যাররা আমাকে ধমক দিয়ে বলে তুমি এখানে দাড়িয়ে আছো কেনো যাও। তিনি বলেন আমি দারোয়ান তাই দাড়িয়ে আছি। কিছুক্ষণ পর তারা দোকান থেকে বের হয়ে যায়। পরে কর্মচারীরা জানায় ক্যাশবাক্সের সব টাকা নিয়ে গেছে।

স্বর্ণের দোকানের মালিক মো. জিয়ন বলেন, পুলিশ বলেছে সাংবাদিকদের সাথে বিষয়টি শেয়ার না করতে। এটাই স্বাভাবিক। পুলিশ চাইবে বিষয়টি নিয়ে তাদের কোনো বিপদ না আসুক। আমারও ক্লিয়ার কথা আমিও চাইনা কেউ বিপদে পড়ুক। আমি চাই আমার এখানে যা ঘটছে এর সুষ্ঠু বিচার। আমার দোকানের লোকজন এমন কোনো অপরাধ তো করে নাই যে লুটপাট হয়ে যাবে। দুইজনকে হ্যান্ডকাপ লাগাইছে। তারা কি করছে যে এমন করতে হবে।

গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করতে না পেরে হুমকি, দালাল বলার বিষয়ে এএসআই শংকর বলেন, এ বিষয়টি আমি জানিনা। আমি ঢাকা থেকে আসছি। আমি এ ঘটনার সাথে জড়িত নই। আমি কেনো সাংবাদিকদের এসব বলবো।

তিনি কিছু জানেননা বলেও পরে বলেন, থানায় এসে শুনতে পারলাম কয়েকজন এ নিয়ে বলাবলি করছেন। নিচে সিড়ির কাছে সাংবাদিকদের আমি শুধু বলেছি। উপরে যান সেখানে গিয়ে দেখেন কিছু করা যায় কিনা, দেখেন কি হইছে।

রাতে স্বর্ণের দোকানে পুলিশের টিম নিয়ে যাওয়া এসআই হুমায়ুন এ বিষয়ে বলেন, পুলিশ কোনো টাকা নেয়নি সিএনজি চালক টাকা এনেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অলরেডি সিএনজি চালককে আটক করা হয়েছে। সে বলেছে কোনা টাকা নেয়নি। এছাড়া সিএনজি চালকের সাথে দোকানের লোকদের সাথে পূর্বের কোনো ঝামেলায় তাকে ফাঁসানোর চেষ্টা করছে কিনা দেখছি।

তবে হ্যান্ডকাপ পরানোর বিষয়ে তিনি বলেন রাত প্রায় ৪টার দিকে দোকান খোলা দেখে তিনি মনে করেছেন চুরি হয়েছে। তাই তাদের হ্যান্ডকাপ লাগিয়েছেন। ওরা দোকানের কর্মচারি নিশ্চিত হওয়ার পর হ্যান্ডকাপ খুলে দেয়া হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, বিষয়টি আমার জানা আছে। সিএনজি চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর