বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

রূপগঞ্জকে বিশ্বের উন্নত দেশের মতো পরিচ্ছন্ন শহরে পরিণত করার আশ্বাস- সেলিম প্রধান

হাসান আহমেদ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জকে বিশ্বের উন্নত দেশের মতো পরিচ্ছন্ন শহরে পরিণত করার আশ্বাস দিয়েছেন সেলিম প্রধান বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে রুপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার ফ্লাইওভার সংলগ্ন খালি জায়গায় বৃক্ষ রোপন করেন।

গরীবের ডন বলে খ্যাত সেলিম প্রধান বলেন, রুপগঞ্জ কে একটি মাদক,চাঁদাবাজ,সন্ত্রাসমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলবো। রুপগঞ্জ হবে একটি স্মার্ট, রূপগঞ্জের মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিহত করার পাশাপাশি রূপগঞ্জকে বিশ্বের উন্নত দেশের মতো পরিচ্ছন্ন শহরে পরিণত করার আশ্বাস দেন।

আমি আমার আইডিয়া কাউকে বলিনি, বলবও না। কারণ দুষ্টচক্রের লোকজন যদি সেটা বুঝে যায়, তাহলে সামনে এগিয়ে যেতে বাঁধা সৃষ্টি করবে। তিনি বলেন চার বছর জেলে থাকার সময় আমি রূপগঞ্জের প্রতি বাড়তি টান অনুভব করেছি। তখন রূপগঞ্জের কাউকে দেখলে আপন মনে হতো। সেই অনুভূতি থেকেই ভালো কিছু করার চেষ্টা শুরু করেছি।রুপগঞ্জের পরিবেশ রক্ষায় আজ বৃক্ষরোপন কর্মসূচি শুরু করলাম।

তিনি বলেন, ‘দুষ্টচক্র হচ্ছে তারাই, যারা আপনার-আমার ক্ষতি করতে চায়। যারা কারও ভালো দেখলে তাকে টেনে পেছনে নামানোর চেষ্টা করে। তারা দেশের শত্রু ও আইনের চোখে অন্যায়কারী। এদের আমি দুষ্টচক্র বলি। রূপগঞ্জে মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিহত করবো,আমি গরিবেশ রক্ষায় পাশে আছি এবং সব সময় থাকতে চাই।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর