বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
spot_img

জীবিকার উপর হানা এটা মানবিক দিক থেকে মেনে নেয়ার মত নয়- মুফতি মাসুম বিল্লাহ

হাসান আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, হকারদের কোন পুনর্বাসন ব্যবস্থাপনা না করেই তাদেরকে উচ্ছেদ করা উচিত হয় নি। হ্যা, মানুষের চলাচল সুবিধাজনক হয়েছে সেটা ঠিক। তবে এতদিন তো মানুষের চলাচল বন্ধ থাকে নি। তারাও তো মানুষ। তাদের ফ্যামিলি রয়েছে। হঠাৎ করে তাদের জীবিকার উপর হানা এটা মানবিক দিক থেকে মেনে নেয়ার মত নয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে, তিনি আরও বলেন, শহরের সুবিধাজনক স্থানে হকারদের বসার জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করতে মেয়র মহোদয়ের নিকট অনুরোধ জানাচ্ছি। কাউকে মেরে কাউকে রেখে কল্যাণ সাধন নয়। সকলের মঙ্গল হয় সে পদক্ষেপ গ্রহণ করা উচিত।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর