Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মনোহরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা সুপারের মৃত্যু

সাইফুর রহমান আকন্দ, মনোহরদী (নরসিংদী): গতকাল শনিবার মনোহরদীর দশদোনা গোরস্থান সংলগ্ন স্থানে মোটর বাইক দুর্ঘটনায় এক মাদ্রাসা সুপারের মৃত্যু ঘটেছে। নিহতের নাম সানাউল্লাহ। তিনি কাপাসিয়ার ঘাগুটিয়া সাবেদীয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার।তার বাড়ী মনোহরদীর গোখোলা গ্রামে।

জানা যায়, গতকাল রাত ৮ টার দিকে সানাউল্লাহ (৫৭) মোটর বাইক চালিয়ে নিজ বাড়ী থেকে মনোহরদীর দিকে আসছিলেন। তিনি দশদোনা গোরস্থান সংলগ্ন স্থানের রাস্তায় আসার পর এক দুর্ঘটনায় পতিত হন।

মারাত্মক আহতাবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে নারান্দী গ্রামের নয়ন ও তার অপর এক সঙ্গী চিকিৎসার্থে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পথিমধ্যে তার মৃত্যু ঘটেছে বলে নয়নের সাথে আলাপ করে জানা গেছে। তবে দুর্ঘটনার কারন জানাতে পারেননি কেউ।

মনোহরদী থানার ডিউটি অফিসার এস আই হাবিব জানান, থানায় এ সংক্রান্ত কোন তথ্য নেই।

Exit mobile version