Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নরসিংদীতে বৃষ্টির প্রার্থনায় ইস্তিসকার নামাজ আদায়

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী: নরসিংদী জেলার টানা তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে পৃথক স্কুল মাঠে ইস্তিসকা নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেছে মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে এলাকাবাসীর উদ্যোগে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে ওই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।

দুই রাকাত নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয়। পরে দুই রাকাত নামাজে ইস্তিসকা আদায় শেষে আল্লাহতালার দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন মুসুল্লিরা। চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য এ সময় দুহাত তুলে কান্নাকাটি করেন।

Exit mobile version