Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মনোহরদীতে শান্তিপূর্ন নির্বাচনে ঐক্যমত প্রার্থীদের

সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী): আসন্ন উপজেলা নির্বাচনে মনোহরদীতে শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে ঐক্যমতের ঘোষনা দিয়েছেন প্রার্থীরা। আজ শনিবার এক মত বিনিময় সভায় মিলিত হয়ে তারা এ সংক্রান্ত একটি ঘোষনাপত্রে স্বাক্ষর করেছেন।

আগামী ২১ মে মনোহরদী উপজেলা পরিষদের নির্বাচন। এ উপলক্ষে প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে দিনরাত মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আজ শনিবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নামে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের একটি সংগঠন এ মত বিনিময় সভার আয়োজন করে। এতে চেয়ারম্যান পদপ্রার্থী প্রিয়াশীষ রায়, এড. মাসুদুর রহমানসহ সকল ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস- চেয়ারম্যান প্রার্থী অংশ নেন। প্রার্থীগন আনুষ্ঠানিকভাবে এখানে শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে ঐক্যমত পোষন করে এক ঘোষনাপত্রে স্বাক্ষর করেছেন।

মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পিএফজির অ্যাম্বেসেডর এম. এস ইকবালের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়াসহ বিভিন্ন শ্রেনী পেশা ও স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সন্চালনায় ছিলেন দৈনিক গ্রামীন দর্পন পত্রিকার সম্পাদক ও পিএফজির স্থানীয় সমন্বয়ক কাজী আনোয়ার কামাল।

Exit mobile version