Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদী জেলা সমন্বয়কদের কর্মসূচী ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদী জেলা সমন্বয়কদের কর্মসূচী ঘোষণা

ছবি: জনতার বার্তা

নরসিংদী জেলা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা সমন্বয়কদের প্রতিনিধি দল শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে তাদের আগামী কর্মসূচী ঘোষণা করেন।

কর্মসূচী:

১/ সপ্তাহে এক দিনের জন্য (রবিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

২/ অনির্দিষ্ট কালের জন্য নরসিংদী জেলার সকল টেক্সটাইল মিল বন্ধ রাখা।

৩/ নরসিংদীর বড় বাজার, বাবুরহাট বাজার বন্ধ থাকবে। তবে শুধু ছোট ছোট মুদির দোকানগুলো সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে।

৪/ নরসিংদীর সকল গণপরিবহন রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা থাকবে।

৫/ জরুরি সেবা যেমন, হাসপাতাল, ফার্মেসি খোলা থাকবে।

সমন্বয়করা আরো বলেন, আমরা নরসিংদীতে ইমার্জেন্সি মেডিকেল টিম গঠন করছি। যারা আগ্রহী তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন।

সমন্বয়কদের মধ্যে শাহজালাল রহমতুল্লাহ পরবর্তী কর্মসূচী পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন আলভী খান, জান্নাতুল ফেরদৌস, আহমেদ ফয়েজ, আব্দুল্লাহ আল মারুফ, সাজিম ফরাজি প্রমুখ।

এস আই আর

Exit mobile version