Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মনোহরদীতে পিতার সাথে অভিমানে স্কুল ছাত্রের আ’ত্ম’হ’ত্যা

মনোহরদীতে পিতার সাথে অভিমানে স্কুল ছাত্রের আ'ত্ম'হ'ত্যা

সাকিব । ছবি: সংগৃহীত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: আজ বৃহস্পতিবার মনোহরদী পৌর এলাকায় পিতার সাথে রাগ করে এক স্কুল ছাত্র বসত ঘরে গলায় ফাঁস লটকে আত্মহত্যা করেছে। নিহত যুবকের নাম সাকিব। তার বাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায়।

আত্মহত্যাকারীর প্রতিবেশী সূত্রে জানা যায়, চন্দনবাড়ী এলাকার কিছুটা মানসিক বিকারগ্রস্ত যাদুর পুত্র সাকিব (১৭) অন্যান্য দিনের মতো বসতবাড়ীর নিজ কক্ষে ঘুমিয়ে ছিলো। বেশ বেলা হবার পরও ঘুম থেকে না জাগার পর ডাকাডাকি সত্বেও তার সাড়া মেলে না। এমতাবস্থায় সকাল ৮ টার দিকে দরোজা ভেঙ্গে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানে ঝুলে থাকা অবস্থায় তার নিথর দেহ আবিস্কার করেন পরিবারের লোকজন।

পিতার সাথে রাগ করে গতরাতের কোন এক সময় সে আত্মহত্যা করে থাকবে বলে তার পাড়া প্রতিবেশীদের সূত্রে জানা যায়। সাকিব মনোহরদী সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী বলে জানা গেছে। মনোহরদী থানার ওসি মোঃ জুয়েল হোসেন জানান, তিনি কনফারেন্সে গিয়ে থানার বাইরে আছেন। থানায় গিয়ে বিষয়টি সম্পর্কে বলতে পারবেন।

সাইফুর রহমান আকন্দ নিশাদ/এস আই আর

Exit mobile version