Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নরসিংদীতে সাংবাদিক শাহ্ নূরুল আইন চিশতির মৃত্যুতে স্মরণ সভা

নরসিংদীতে সাংবাদিক শাহ্ নূরুল আইন চিশতির মৃত্যুতে স্মরণ সভা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী: নরসিংদীর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক পূণ্যভূমি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ্ নূরুল আইন চিশতির মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রায়পুরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

রায়পুরা প্রেসক্লাবের কোষাধক্ষ সালেক আহমেদ পলাশের সঞ্চালনায় ও সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন, রাজনীতিবিদ ইফতেখার আহমেদ ভূঞা ইতু। এ সময় আরো বক্তব্য দেন প্রয়াত সাংবাদিক শাহ্ নূরুল আইন চিশতির ভাই প্রমিনেট গ্রুপের সিইও মোঃ মাসরুর হোসাইন, মোঃ দৈনিক আজকের বিনোদন পত্রিকার সম্পাদক মোঃ সরওয়ার হোসাইন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহমুদ হোসাইন, বড় ছেলে শাহ কামরুল হাসনাইন, রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা মোছলে উদ্দিন বাচ্চু, দৈনিক সময়ের মুক্তচিন্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জয়নুল আবেদীন, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক, সাংবাদিক মাজেদুল ইসলাম, ফরিদ মিয়া, শাহ নেওয়াজ, হারুনুর রশীদ ও মো. আব্দুল কাদিরসহ আরো অনেকে।

সভায় স্মৃতিচারণ করে বক্তারা বলেন, শাহ্ নূরুল আইন চিশতি ছিলেন একজন নির্লোভ ও সাদা মনের অধিকারি। তিনি সাংবাদিকতা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তাঁর হাত ধরেই ১৯৮৬ সালে প্রকাশিত সাপ্তাহিক পূণ্যভূমি পত্রিকার মাধ্যমে নরসিংদীকে তুলে ধরেছেন এক অনন্য উচ্চতায়।

বক্তরা আরো বলেন, স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবেও মানুষের কাছে শাহ্ নূরুল আইন চিশতি বেশ পরিচিত ছিলেন। তবে নিজেকে একজন সাংবাদিক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করতেন তিনি। জেলার সকল শ্রেণী পেশা ও সাংবাদিক মহলে পরম শ্রদ্ধার একটি নাম শাহ্ নূরুল আইন চিশতি। সভা শেষে সাংবাদিক শাহ্ নূরুল আইন চিশতির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

/এমএ

Exit mobile version