Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মনোহরদীতে প্রতিরাতেই চুরি যাচ্ছে কৃষকের একের পর এক গরু

মনোহরদীতে প্রতিরাতেই চুরি যাচ্ছে কৃষকের একের পর এক গরু

প্রতীকী ছবি।

সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী): মনোহরদীর গ্রাম জনপদ থেকে প্রায় প্রতিরাতেই গরু চুরি হচ্ছে বলে খবর রয়েছে।গত এক সপ্তাহে এখানে শুধু চালাকচর ও তার পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম থেকেই ১৫/২০ টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।এর মধ্যে গতকাল রোববার রাতে এক গ্রাম থেকে ২ ব্যক্তির ৬ টি গরু চুরি সংগঠিত হয়েছে বলে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে।

গতকাল রোববার রাতে মনোহরদীর চকতাতারদী গ্রামের দুটি বাড়ী থেকে ৬ টি গরু চুরি হয়। গত ৫ জানুযারী দিবাগত রাতে উক্ত গ্রামের তপন চৌকিদারের বাড়ীর গোয়াল থেকে তিনটি গরু চুরি হয়।তপন মন্ডল জানান,গরু দুটির বর্তমান বাজারমূল্য প্রায় লাখ ২ টাকা।

একই রাতে তার প্রতিবেশী রুহু মন্ডলেরও ২টি বকিন গরু ও ১ টি বাছুর চুরি হয়। এতে তারও প্রায় দু লাখ টাকার বেশী ক্ষতি হয়।এর সপ্তাহ খানেক আগে চালাকচর গ্রামের সাইদুর মেম্বারের বাড়ী থেকে রাতের আঁধারে তার ২টি বলদ গরু চুরি হয়।বলদ দু’টির বর্তমান বাজারমূল্য অনুমান দেড়লাখ টাকার মতো বলে জানা গেছে।একই রাতে তার প্রতিবেশী কাজল রবিদাসেরও ২ টি গাইগরু চুরি হয়।গরু দুটির বাজার মূল্য হবে অনুমান ১ লাখ ২০/৩০ হাজার টাকা।

এর কিছুদিন আগে এক রাতে উপজেলার জামালপুর গ্রামের ৪ বাড়ী থেকে ৬ টি গরু চুরির ঘটনা সংঘটিত হয়।এতে বীরু দেবনাথের ১ টি গাভী,ফরিদের ১ টি গাভী ও ১ টি বাছুর,জনাব আলীর ১ টি গাভী ও ১ টি বাছুর গরু ও একই গ্রামের মাইনু মিয়ার বাছুরসহ ১ টি দুধেল গাভী চুরি হয়।এ ব্যাপারে ওসি মনোহরদী মোঃ আব্দুল জব্বার জানান,লোকমুখে গরু চুরির কিছু বিষয় তিনি শুনেছেন।তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি।তিনিসহ থানা পুলিশের বিভিন্ন টিম এ বিষয়ে প্রতিরাতেই টহল কার্যক্রমসহ নানাভাবে তৎপরতা অব্যহত রেখেছেন।

/এমএ

Exit mobile version