Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী: রায়পুরায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই পৃথিবীর বদলাই’এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে মির্জাপুর ইউনিয়ন পরিষদ।

আজ বৃহস্পতিবার(০৯ জানুয়ারি)সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা সজল চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপি সদস্য হাবিবুর রহমান মাসুদ,বকুল বেগম ও বিউটি রানী বিশ্বাসসহ অন্যান্যরা।

কর্মশালায় প্রধান অতিথি মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী বলেন‚‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আমরা আশাকরি এই কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুন ভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কর্মশালায় স্থানীয় গণমাধ্যম কর্মী‚বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমএ

Exit mobile version