বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

শিবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর

সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী): নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারা যাওয়া নারীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসাপাতালে ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নারীর নাম মারজিনা পারভিন রিনি (৩৭)। তিনি বাজনাব গ্রামের বাবুল মুন্সির স্ত্রী।

শিবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর
শিবপুর পপুলার হাসপাতাল। ছবি: জনতার বার্তা

বাবুল মুন্সি জানান, শুক্রবার বিকেল ৪ টার দিকে মাথাব্যাথার কারণে রিনিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে নেওয়ার পর রিনির প্রেশার মাপা হয়। সেসময় তার প্রেশার কম ছিল। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিনিকে একটি ইনজেকশন পুশ করেন। এরপরই রিনি শরীর আরো খারাপ হয়। দ্রুত রিনিকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিনিকে মৃত ঘোষণা করেন। পপুলার হাসপাতালে ভুল চিকিৎসায় রিনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালের ভিতর ভাঙচুর করে। শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, হাসপাতালে হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্বজনরা বলছেন, ভুল চিকিৎসায় ওই নারী মারা গেছেন। আসলে কী হয়েছে তা তদন্তের পর বলা যাবে। ময়না তদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর