মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
spot_img

মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী): মনোহরদী বাসষ্ট্যান্ডে আজ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক মোটর বাইক চালক কলেজ ছাত্রের মৃত্যু ঘটেছে।নিহত কিশোরের বাড়ী উপজেলার পাঁচকান্দী গ্রামে তার নাম সোহাগ বলে জানা গেছে।

গোতাশিয়া ইউপি চেয়ারম্যান আবুল বরকত রবিন জানান,নিহত সোহাগ সম্পর্কে তার ভাতিজা।তার বর্ননা অনুযায়ী,আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে একটি মোটর বাইক চালিয়ে পাঁচকান্দী গ্রামের অহিদ উদ্দীনের পুত্র সোহাগ (১৭) মনোহরদীতে এক এসএসসি পরীক্ষার্থীকে নামিয়ে দিয়ে পাম্প থেকে তেল নিতে যাচ্ছিলো।

এ সময় মনোহরদী গরুর বাজার সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাইক চালক সোহাগের মৃত্যু ঘটে।নিহত সোহাগ নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দ্বিতীয় বর্ষের নিয়মিত ছাত্র ছিলো বলে জানা গেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া শেষে নিহতের লাশ দাফনের ব্যবস্থা চলছে বলে গোতাশিয়া ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। ঘাতক কাভার্ড ভ্যান আটক হয়েছে।চালক পলাতক রয়েছে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর