Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নরসিংদীতে নগদের ২ কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে মোবাইল ব্যাংকিং নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ‍উঠেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, নরসিংদীর পলাশের ইছাখালি এলাকার চাঁন মিয়ার ছেলে মোঃ শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন (৫০)।

পুলিশ ও নগদের কর্মীরা জানান, প্রতিদিনের মতো নগদের নরসিংদী ডিপো থেকে মোটরসাইকেলে রায়পুরা উপজেলায় যাচ্ছিলেন শাহিন এবং দেলোয়ার। তারা আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে পেছন দিক থেকে মোটরসাইকেলে দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করেন।

এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে সঙ্গে থাকা ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। দেলোয়ারের পেটে ও শাহিনের হাতে গুলিবিদ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, ধারণা করা হচ্ছে নরসিংদীর হেমেন্দ্রসাহার মোড় নগদ অফিস থেকে বের হওয়ার পরই তাদের লক্ষ্য করছিলো ছিনতাইকারী চক্রটি। হাসনাবাদ এলাকা অতিক্রম করার সময় তাদের গতিরোধ করে গুলি ছুড়ে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকারীরা আনুমানিক ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। নগদ কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।

Exit mobile version