Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

অবশেষে টাঙ্গাইলে স্বস্তির বৃষ্টি

টাঙ্গাইল প্রতিনিধি: অবশেষে টাঙ্গাইলে স্বস্তির বৃষ্টির মুখ দেখলো জেলাবাসী। রবিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলায় বৃষ্টি নামা শুরু করে। সখিপুর সহ অন্যান্য উপজেলা গুলোতে বৃষ্টি নামলেও টাঙ্গাইল সদরে আজকেই কেবল বৃষ্টি নেমেছে।

স্থানীয়রা জানায়,দীর্ঘদিন পর স্বস্তির বৃষ্টি আসায় অনেক খুশি আমরা। এই তীব্র তাপদাহ থেকে একটু হলেও ভালো লাগছে। একটু প্রশান্তি খুঁজে পাচ্ছি। ঠান্ডা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে, গা শিউরে উঠছে। আল্লাহর রহমত নাজিল হোক এটাই কাম্য।

টাঙ্গাইল আবহাওয়া অফিসের কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, জেলাবাসী অনেকটা স্বস্তি পাচ্ছে। আমরা বলতে চাই এরকম বৃষ্টি আসলে আল্লাহর রহমত। এখন পর্যন্ত আভাস পায়নি কয়দিন এই বৃষ্টি থাকবে।

কাজী মিম/এমএ

Exit mobile version