Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ভূঞাপুরে গ্রামীণ ব্যাংক গোবিন্দাসী শাখার উদ্যোগে দোয়া মাফিল অনুষ্ঠিত

ভূঞাপুরে গ্রামীণ ব্যাংক গোবিন্দাসী শাখার উদ্যোগে দোয়া মাফিল অনুষ্ঠিত

ছবি: জনতার বার্তা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিশ্বের নোবেল বিজয়ী প্রফেসর ডঃ মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রামীণ ব্যাংক গোবিন্দাসী শাখায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
হয়।

আজ বৃহস্পতিবার (০৮ আগষ্ট) সকালে উপজেলার গোবিন্দাসী গ্রামীণ ব্যাংক শাখায় এর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- গোবিন্দাসী গ্রামীণ ব্যাংক শাখার শাখার ম্যানেজার মোঃ সুরুজ মিয়া, সেকেন্ড ম্যানেজার প্রভাত চন্দ্র ধর, গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির জোন সভাপতি মোঃ আশরাফ আলী সহ ওই শাখায় কর্মরত সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় ও বাজার মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শহিদুল ইসলাম।

সাজেদুল ইসলাম/এস আই আর

Exit mobile version