Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ভূঞাপুরে রাস্তার পাশ থেকে মাংস ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার!

ভূঞাপুরে রাস্তার পাশ থেকে মাংস ব্যাবসায়ী এর মরদেহ উদ্ধার!

ছবি: জনতার বার্তা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তার পাশ থেকে  এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ভূঞাপুর – যমুনা সেতু পূর্ব আঞ্চলিক মহাসড়কের পাসে কষ্টাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম সাইফুল ইসলাম। তিনি কুকাদাইর গ্রামের মৃত বদি তালুকদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় মাংসের ব্যবসা করতো সাইফুল। গতকাল দুপুরে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাতে বাড়ি না ফেরায় খোঁজ নিতে থাকে পরিবারের লোকজন। আজ সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের  পাশে স্থানীয় লোকজন সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য সাইফুলের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার  পরে হত্যার আসল কারণ জানা যাবে৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাজেদুল ইসলাম/এস আই আর

Exit mobile version