শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

ভূঞাপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “স্বেচ্ছায় করবো রক্তদান, বাঁচবে কোটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে “নিউ লাইফ ব্লাড ব্যাংক” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। 

এসময় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৫ থেকে ২৫ বছর বয়সী শতাধিক  শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নিউ লাইফ ব্লাড ব্যাংকের সভাপতি মামুন সরকার, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক কোরবান আলী তালুকদার, অর্থ সম্পাদক আবু সাহেদ, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম শুভ, কার্যকরি সদস্য আমিনুল ইসলাম, মনিরুজ্জামান সিয়াম, শেখ রাকিবুল হক রাব্বি, সদস্য আতিকুল ইসলাম রাতুল প্রমুখ।

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ মিয়া বলেন, ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।

এসময় নিউ লাইফ ব্লাড ব্যাংকের সভাপতি সাংবাদিক মামুন সরকার বলেন- আমাদের নিউ লাইফ ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে শিক্ষার্থীদের রুক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করেছি। সকাল থেকে শিক্ষার্থীরা বিনামূল্যে এখানে রক্তের গ্রুপ পরিক্ষা করছে। রক্তের গ্রুপ পরিক্ষার পাশাপাশি আমাদের ব্লাড ব্যাংকের সদস্য সংগ্রহ করা হয়েছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করে থাকি।

সাজেদুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর