Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ভূঞাপুরে আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ভূঞাপুরে আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর খালাস পাওয়ায় তাঁর নিজ এলাকা টাঙ্গাইলে ভূঞাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রায় ঘোষনার পর থেকেই ভূঞাপুর উপজেলার বিভিন্ন স্থানে ব্যান্ড বাজিয়ে আনন্দ উল্লাস করতে থাকেন নেতা-কর্মীরা। মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। 

পরে সমাবেশে নেতা-কর্মীরা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সালাম পিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছিল। তিনি সৈরাচার শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েছিলেন। বিনাদোষে দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কারাভোগ করছেন। আজকের রায়কে সত্যের বিজয় বিজয় বলে উল্লেখ করেন  বিএনপি নেতাকর্মীরা ।

প্রসঙ্গত, আব্দুস সালাম পিন্টু ১৯৯১ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন এবং ২০০১ সালে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন এবং তার পর থেকে কারাগারে ছিলেন।

সাজেদুল ইসলাম/এমএ

Exit mobile version