Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ভূঞাপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সনদ ও ক্রেস্ট বিতরণ

ভূঞাপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সনদ ও ক্রেস্ট বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার “গোবিন্দাসী ক্যাডেট স্কুল” এর ২০২৩ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান সহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে গোবিন্দাসী ক্যাডেট স্কুলের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে  অভ্যন্তরে এই ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা  সহকারী  শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ মিয়া, ভূঞাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মামুন সরকার, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক কোরবান আলী তালুকদার, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ মিন্টু মিয়া প্রমুখ।

এ সময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও সকল ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সাজেদুল ইসলাম/এমএ

Exit mobile version