Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ভূঞাপুরে আ.লীগ নেতা আব্দুল বাছেদ গ্রেফতার

ভূঞাপুরে আওয়ালীগ নেতা আব্দুল বাছেদ গ্রেফতার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।  রবিবার (১৫ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সদর থানায় তাকে সোর্পদ করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় পৌর শহরের বীরহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল বাছেত মন্ডল উপজেলার ছাব্বিশা গ্রামের মৃত আব্দুল বারেক মন্ডলের ছেলে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে টাঙ্গাইল সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা থাকায় শনিবার তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে টাঙ্গাইল সদর থানায় তাকে সোর্পদ করা হয়েছে।

সাজেদুল ইসলাম/এমএ

Exit mobile version