Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ভূঞাপুর ব্লাড ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ভূঞাপুর ব্লাড ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে একটি অলাভজনক, সেবামূলক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “ভূঞাপুর ব্লাড ব্যাংক” এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার বাগবাড়ী আউটডোর রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভূঞাপুর ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ বাপ্পী হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শফি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান জারিন তাসনিম রুশমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম, ফলদা শরিফুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, ইবরাহীম খাঁ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হাসান কফিল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী শাহীন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, নিউ লাইফ ব্লাড ব্যাংকের সভাপতি ও সাংবাদিক মামুন সরকার, সাধারণ সম্পাদক ও সাংবাদিক কোরবান আলী তালুকদার, তথ্য বিষয়ক সম্পাদক আতিফ রাসেল, মানবতার সেবায় ভূঞাপুর, প্রতিভা ছাত্র সংগঠন, কালিহাতী ব্লাড ফাউন্ডেশন, রক্তের বাঁধন ঘাটাইল, ইবরাহীম খাঁ আলোকিত গ্রুপের প্রতিনিধি সহ ভূঞাপুর ব্লাড ব্যাংকের উপদেষ্টামণ্ডলী ও সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এতে গতবছরে সর্বোচ্চ রক্তদান কারী সদস্যদের ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস মোল্লা প্লাবন।

সাজেদুল ইসলাম/এমএ

Exit mobile version