Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ এর  হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় ২০২৪ সালের কার্যকরি কমিটির প্রতিবেদন প্রকাশ করেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং আয় ব্যায়ের প্রতিবেদন প্রকাশ করেন- অর্থ সম্পাদক মামুন সরকার।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন, ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খাঁন, সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক জুলিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক অর্থ সম্পাদক অভিজিত ঘোষ, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রবি, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক মোঃ আব্দুর রশিদ শেখ, আব্দুল লতিফ তালুকদার, আসাদুল খান, ফরমান শেখ, আলমগীর হোসেন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মোঃ আব্দুর রহিম মিয়া, ফুয়াদ হাসান রঞ্জু, আরিফুজ্জামান তপু, তৌফিকুর রহমান মানিক, শফিউর রহমান প্রমুখ।

সাজেদুল ইসলাম/এমএ

Exit mobile version