Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মুখ বেঁধে  সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মুখ বেঁধে  সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে নিজ ঘরে খাবার খেতে বসেন ইউপি সদস্য দুলাল ও তার স্ত্রী। এমন সময় মুখ বাঁধা ১০/১২ জন ডাকাত তাদের উপর আক্রমণ করে। একপর্যায়ে তাদের দুজনকে মারধর করে এবং হাতমুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা তিনটি কক্ষের আলমারি তালা ভেঙে নগদ এক লক্ষ টাকা সহ প্রায় তিন লক্ষ টাকায় স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ ঘরের জিনিসপত্র তছনছ করে ফেলে।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন- খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ডাকাতির মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

সাজেদুল ইসলাম/এমএ

Exit mobile version