Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

টাঙ্গাইলে নিরাপদ খাদ্য ও বাজার  পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে নিরাপদ খাদ্য ও বাজার  পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য ও বাজার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (২৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা  প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্যাবের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুস্থ ও সুন্দর জীবনের জন্য নিরাপদ খাদ্য গ্রহণ অপরিহার্য। শুধু খাদ্য গ্রহণ করলেই হবে না। সুস্থ থাকতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ লক্ষে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর খাবারের জন্য অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে এমনকি নানাবিদ রোগবালাইও বাঁধতে পারে। তাই সুস্বাস্থ্য নিশ্চিতকরণে সকলকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর  উদ্যোগে বাজার তদারকি ও নিরাপদ খাদ্যের মতবিনিময়  সভায় জেলা প্রশাসক শরিফা হকের  সভাপতিত্বে প্রধান আলোচক জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান এসব কথা বলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন টাঙ্গাইল জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও বিশেষ টাস্কফোসের সদস্য মো:আবু জুবায়ের উজ্জ্বল।

এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের)   সভাপতি মঞ্জুরানী প্রামানিক,  টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা,জাতীয় ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইল সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ।

অনুষ্ঠানে বাজার তদারকির উপর বিশেষভাবে আলোচনা করেন ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি আব্দুল কালাম মোস্তফা লাবু,টাঙ্গাইল কৃষিবিপনী কর্মকর্তা ফারজানা খান সহ বিভিন্ন বাজারে সভাপতি ও সম্পাদক এবং ক্যাবের সদস্যবৃন্দরা।

সাজেদুল ইসলাম/এমএ

Exit mobile version