বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
spot_img

মাটিকাটা উচ্চ বিদ্যালয়ে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাজেদুল ইসলাম,ভূঞাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল জেলায় ভূঞাপুর উপজেলায় মাটিকাটা উচ্চ বিদ্যালয়ে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ১৩ ই ফেব্রুয়ারি নিজ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়, প্রধান শিক্ষক ও অতিথিবৃন্দদের সাথে নিয়ে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয় ।

পরবর্তীতে স্কাউট ও গার্লগাইডের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় পিটি প্যারড় অনুষ্ঠিত হয়। মাঠের মাঝখানে থেকে শুরু হয় মশাল দোর, মাঠের এক পাশে শিক্ষার্থীরা বিভিন্ন চিত্র প্রদর্শন করে,(শাপলা, পদ্ম , ময়ূর) এদের মধ্যে ছিলো উল্লেখযোগ্য। যা ছিলো অনেকটা চোখে পড়ার মতো।এছাড়া শিক্ষার্থীরা, একক নিত্য, যৌথ নিত্য, একক অভিনয়, যৌথ অভিনয় প্রদর্শন করে।

এছাড়া ক্রিয়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষকদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিদ্যালয়ের সভাপতি মো: আব্দুল করিম মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নিকরাইল ইউ পি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার, ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম বাবু , উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম, মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা আসমাউল হুসনা , সরকারি প্রথমিক বিদ্যালয়ের সভাপতি মো: রমজান মন্ডল সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

আর আই এন

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর