বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
spot_img

ভূঞাপুরে শিক্ষক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় মাদরাসাশিক্ষক আব্দুল হকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলার মাদরাসা শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, এলাকাবাসীসহ সর্বস্তরের লেকজন।

সোমবার ১৯ ফেব্রুয়ারী সকালে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তারা শিক্ষক আব্দুল হকের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। হত্যাকারীদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর