বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_img

ভূঞাপুরে শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাজেদুল ইসলাম,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসার শিক্ষক আব্দুল হককে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নিকরাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দী বাজারে ভূঞাপুর-যমুনা সেতু লিংক সড়কে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পাথাইলকান্দী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন আকন্দ, নিকরাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার নাজির হোসেন, সাবেক মেম্বার রুহুল আমিন প্রামানিক, আবুল কালাম প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আ: রশিদ, মৃত আব্দুল হক মাস্টার এর ছোট ভাই মোশাররফ হোসেন, নিকরাইল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার তাসলিমা আক্তার বিনা সহ নিকরাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলশিয়া গ্রামে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে নেয় একই গ্রামের জয়নব বেগম। ঐ রাতেই তাকে মেরে বাড়ির আঙ্গিনায় মাটিচাপা দেয়। শুক্রবার দুপুরে ভূঞাপুর থানা পুলিশ গিয়ে মাটি চাপা অবস্থায় লাশ উদ্ধার করে। এবং ঘটনা স্থল থেকে ৩ জন কে আটক করে পুলিশ।

উক্ত মানববন্ধনে নিহত মাদ্রাসা শিক্ষক আব্দুল হক মাস্টারের ছেলে তৌহিদ বলেন, “আমার বাবাকে যারা নৃশংস ভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসির দাবি জানাই।” অন্যান্য বক্তারাও আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসীর দাবী করেন।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর