Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ময়মনসিংহে পুলিশের হাতে অস্ত্রধারী আটক

আব্দুল হালিম, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানাধ্বীন  বিদেশি পিস্তলসহ জজ মিয়া নামে এক বন্দুকধারীকে আটক করেছে  পুলিশ।   শনিবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডস্থ পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন টিন শেডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মোঃ জজ মিয়া। সে সুতিয়াখালীর গিয়াস উদ্দিনের ছেলে। 

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদে ভিত্তিতে   বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডস্থ  নিরাপত্তা জোন-৩ এলাকায়  পুরাতন টিন শেড হাফ বিল্ডিংয়ের সামনে আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছে।খবর পেয়ে  শনিবার রাতে  কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ কামরুল, আনোয়ার হোসেন, দেবাশীষ সাহা এবং  আবু সায়েম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে জজ মিয়াকে আটক করা হয়েছে

এসময়  তার কাছ থেকে (আমেরিকার তৈরি) একটি ম্যাগজিন সহ একটি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা  (১৯,তাং৮/৬/২০২৪)  দায়ের করা হয়েছে। 

তিনি আরো বলেন, আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা-বিক্রেতা এবং ব্যবহার সম্পর্কে তথ্য নিশ্চিত করতে সাতদিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃত জজ মিয়াকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version